৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প যে ২০ দফা প্রস্তাবনা দিয়েছেন, তাতে সাড়া দিতে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট টাম্প বলেছেন, হামাস এই চুক্তি প্রত্যাখ্যান করলে ইসরাইলের যে কোনো ধরনের তৎপরতায় পূর্ণ সমর্থন দেবেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সাথে ওই ২০ দফা চুক্তি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, “আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি।” তিনি আরও বলেন, “সব আরব দেশ, মুসলিম দেশগুলো এতে সই করেছে। ইসরাইলও সই করেছে। যদি হামাস এই চুক্তিতে সই না করে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি।” হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে ইসরাইলের...