বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেছেন, জামায়াতে ইসলামীর হাতে এদেশের ১৮ কোটি মানুষ নিরাপদ। কারণ জামায়াত ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে প্রতিটি নাগরিক তার অধিকার ফিরে পাবে এবং নিরাপদে বসবাস করবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে, সেসব মুক্তিযোদ্ধাদের একটা স্বপ্ন ছিল। লেখাপড়া করে ছেলে-মেয়েরা চাকরি পাবে, কথার বলার বাক-স্বাধীনতা ফিরে পাবে, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে যাওয়ার পর আমরা কি সেই সোনার বাংলাদেশ আজও পেয়েছি। এই নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক বাংলাদেশ গড়তে চায়। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে...