বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত রোববার বিকেল ৫টা পর্যন্ত। এর আগের দিন (শনিবার) ৬০টি মনোনয়ন সংগ্রহের বিপরীতে ৫১টি মনোনয়ন জমা পড়েছিল। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানায় নির্বাচন কমিশন। কমিশনের ওই ঘোষণার মধ্য দিয়ে সবমিলিয়ে ৪৮ জনের মনোনয়ন বৈধ হয়। বাতিল হওয়া তিনটি মনোনয়নের মধ্যে একটি ঢাকা বিভাগের আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের। আজ (মঙ্গলবার) আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার ফুয়াদের আপিল মঞ্জুর বলে জানিয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে হাসিবুল আলমের প্রার্থীতাও বৈধতা পেয়েছে। বাকি একটি অবৈধই থেকে গেছে। সবমিলিয়ে আপিলের আবেদন থেকে মঞ্জুর হয়নি তিনটি। তারা হচ্ছেন– রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মেহেদী হাসান পুলক,...