সাগরে মাছ ধরার সময় কক্সবাজারের টেকনাফে উপজেলার দুটি ট্রলারসহ আরও ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের অদূরে সাগর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির পরিচালক সাজেদ আহমেদ। আটক ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন বলে জেলেরা জানান। সাজেদ আহমেদ বলেন, ঘাট থেকে বেশ কিছু মাঝিমাল্লা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে বের হয়েছিল। এর মধ্য দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনছি। “বারবার এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে ভয়ভীতির সৃষ্টি হচ্ছে। তাই এ ধরনের ঘটনায় সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।” এর আগে ১২ সেপ্টেম্বর পাঁচটি ট্রলারের ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য ১৭...