ঢাকা:জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সশস্ত্র নেতাকর্মীরা দেশের কমপক্ষে ৪১ জেলায় ৪৩৪টি স্পটে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। ৫০টিরও অধিক জেলায় আন্দোলনকারীদের উপর লেথাল উইপেন (মারণাস্ত্র) ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই তথ্য উপস্থাপন করেন।এ সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামীম, তানভীর হাসান জোহা ও আবদুস সাত্তার পালোয়ান। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তা মো. আলমগীর তার তৃতীয় দিনের জবানবন্দির শুরুতে বলেন, আমার তদন্তকালে আমি পেয়েছি জুলাই ২০২৪ আন্দোলনের তৎকালীন সরকার যত ধরনের খুন, জখম, অপহরণ ও নির্যাতন করেছে, তার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। এছাড়া...