দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলা চলছে গ্লেন ম্যাক্সওয়েলের। যে কারণে জাতীয় দলে টানা নিয়মিত খেলতে পারছেন না। এবার চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। মাউন্ট মঙ্গানুইতে নেট সেশনে বোলিং করার সময় মিচেল ওয়েনের একটি স্ট্রেট ড্রাইভ সরাসরি তার ডান হাতে এসে লাগে। জানা গেছে, ম্যাক্সওয়েলের ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। তাকে এরই মধ্যে দেশে পাঠানো হয়েছে। শিগগিরই তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের আশা, এই চোট থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজে তার খেলা অনিশ্চিত। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অর্থাৎ বিগ ব্যাশ লিগ শুরুর আগেই মাঠে ফিরতে পারেন ম্যাক্সওয়েল। তার জায়গায় জশ ফিলিপেকে দলে ডাকা...