মহাষষ্ঠীর মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে ৩৫ টি মন্দিরে শুরু হয়েছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। কাঁসর, ঘন্টা, শঙ্খ আর উলুধ্বনিতে ভোর থেকেই মন্দিরগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যেই ধনবাড়ী উপজেলা প্রশাসন বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে পাঁচ দিনের এই উৎসব শেষ হবে আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ধনবাড়ী পূজা উদযাপন ফন্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৩৫ টি মন্দিরে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর মধ্যে পৌর শহরের ৬ টি মন্দিরে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়েন ২৯ টি মন্দিরে পূজা উদযাপন শুরু হয়েছে। ধনবাড়ী পৌরসভার বাগবাড়ী সার্বজনীন পূজা মন্ডপের মন্দিরের পুরোহিত প্রীতেশ চক্রবর্তী জানান, দেবীর বোধন হয় ষষ্ঠীতে অর্থাৎ সূর্যাস্তের পরে এটাই নিয়ম। শনিবার সকাল সোয়া ৯ টা পর্যন্ত পঞ্চমী ছিল। এরপর থেকে ষষ্ঠী শুরু হয়ে...