পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে টিভিকে। পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভিডিও বার্তা দিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। জানিয়ে দিলেন, এই ঘটনায় তিনি ব্যথিত। তবে খুব শীঘ্রই সত্যিটা সামনে আসবে বলে আশা তার। তামিলনাড়ুর কারুরে বিজয়ের রাজনৈতিক সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এ ঘটনায় তার রাজনৈতিক তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) দিকে আঙুল তুলেছে পুলিশ। তাদের দাবি, আয়োজকদের ত্রুটি ছিল। ইতোমধ্যে মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। পদপিষ্টের ঘটনার পর এদিন প্রথমবার ভিডিও বার্তা দিলেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। বিজয় বলেন, জীবনে এত বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হইনি। আমার প্রচণ্ড মন খারাপ। বুক ভেঙে যাচ্ছে। সভায় অনেক...