জিটিও’র ব্রিটিশ-মার্কিন সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনে সময় তুলে নেওয়া হতে পারে’ এ কথা বলেননি। বাংলা ফ্যাক্ট এর সত্যতা যাচাই করেছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বেশ কিছু গণমাধ্যমে ড. ইউনূসের বরাত দিয়ে ‘যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে’ বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। আলোচিত সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ ‘কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না’। এমনকি আগামী নির্বাচনেও অংশ নিতে পারবে না। তাঁর ভাষায়, ‘দলটির বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন কমিশন ভেবেছে যে, তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়াই ভালো’। স্পষ্টতার খাতিরে তিনি আরও বলেন, ‘অন্যথায়, আমরা নির্বাচন করতে পারবো না। তবে...