ছোটবেলায় বইয়ে পড়েছি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাস্তবে দেখতামও তাই। ঘর থেকে বের হয়ে যতদূর চোখ যেত দেখতাম ফসলের ক্ষেত। এখন যে এমন দৃশ্য দেখা যায় না তা নয়। তবে আগের চেয়ে কমই চোখে পড়ে। অনেক জায়গায় দেখি ফসলের ক্ষেতে মাটি ফেলে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে ঘর-বাড়ি, বাজার-ঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষের আবাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান বাড়াতে হচ্ছে। ফলে চাপ পড়ছে জমির উপর। এতে ধীরে ধীরে আমাদের চাষযোগ্য জমি কমে...