কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নাশকতার তথ্য সরকারের কাছে আছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা যেন সৌহার্দ্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে। দেশের বাইরে থেকেও বাধা আসতে পারে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য ছিল। এগুলো মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী...