রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৭ পুলিশ সদস্যকে বরখাস্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি দায়িত্বে চরম অবহেলার ঘটনা। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” ডিএমপি সূত্র জানায়, মন্দির প্রাঙ্গণের একটি নির্মাণাধীন ভবনের দোতলায় পূজার নিরাপত্তায় নিয়োজিত চার পুলিশ সদস্য ও তিন আনসার সদস্য অবস্থান করছিলেন। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে তাদের ঘুমন্ত অবস্থায় পাশে রাখা চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি হয়। চুরি হওয়া একটি ব্যাগে...