চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মোট শিক্ষার্থীর মাত্র ২৩ শতাংশ পাচ্ছে আবাসন সুবিধা। প্রতিষ্ঠার পর থেকে ধাপে ধাপে বিভাগ, ইনস্টিটিউট, শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে সে অনুপাতে বাড়েনি আবাসন সুবিধা। ফলে এখনো বেশির ভাগ শিক্ষার্থীকে থাকতে হচ্ছে হল বা হোস্টেলের বাইরে। শিক্ষার্থীদের দাবি, আয়তনে দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস হয়েও চবির অধিকাংশ শিক্ষার্থীকেই থাকতে হয় বাইরে। হলে আবাসিক সুবিধা না থাকায় তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে শুধু বঞ্চিতই হচ্ছেন না, অনেক ভোগান্তিও পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও, অনাবাসিক শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক ক্যাম্পাসে যাতায়াত করেন শাটল ট্রেনে ‘গাদাগাদি’ করে। বাসে যাতায়াতের ক্ষেত্রেও মেয়ে শিক্ষার্থীদের নানা ধরনের বিড়ম্বনায় পড়ার ঘটনা শোনা যায় প্রায়ই। হলে সিট না পেয়ে ক্যাম্পাসের বাইরে ১নং গেট, ২নং গেট, ফতেপুর, জোবরা, হাটহাজারীসহ চট্টগ্রাম শহরে বাসা ভাড়া করে থাকেন শিক্ষার্থীরা। প্রায় সময়ই এসব ভাড়া বাসায়...