বগুড়ার আদমদীঘিতে আটাবোঝাই মিনিট্রাক, মোটরসাইকেল ও অটোচার্জার ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের ডালম্বা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছে। নিহত মা-মেয়ে হলেন- উপজেলা সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশুকন্যা নাজিফা আক্তার (২)। আহত ব্যক্তিরা হলেন ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) এবং টমটমের যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)। জানা যায়, আজ দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বায় বগুড়াগামী একটি আটাবোঝাই মিনিট্রাক, নওগাঁগামী একটি মোটরসাইকল ও বগুড়াগামী একটি টমটমের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও তার শিশুকন্যা নিহত হয়। খবর পেয়ে ফায়ার...