বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়মে পরিবর্তন আনছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন নীতিমালা অনুযায়ী, পরীক্ষায় প্রার্থীদের এমসিকিউ অংশে অন্তত ৮০ নম্বর অর্জন করতে হবে। কেবল তখনই তাদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ধরা হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, নিবন্ধন পরীক্ষা নিয়ে একটি প্রস্তাবনা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, মাদ্রাসার ক্ষেত্রে পরীক্ষায় ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) অংশ থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীদের মোট অন্তত ৮০ নম্বর পেতে হবে। তবে সাবজেক্টিভ ও জেনারেল অংশে আলাদাভাবে ৪০ করে পেলেই হবে না, দুই অংশ মিলিয়ে সর্বনিম্ন ৮০ নম্বর অর্জন করলেই উত্তীর্ণ ধরা হবে। কর্মশালায় আরও জানানো...