২০২৫ সালের এশিয়া কাপে বাংলাদেশ দল গুরুত্বপূর্ণ মুহূর্তে ধাক্কা খেয়েছে। সুপার ফোর পর্যায়ে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়া, এবং পরে ব্যাটিং বিপর্যয়— সব মিলিয়ে জনমনের মধ্যে হতাশা ও প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। সুপার ফোর পর্যায়ের পাকিস্তানের সঙ্গে ম্যাচটি ছিল বাংলাদেশ জন্য “জিতলেই ফাইনালে” স্কোর। এই ম্যাচে বাংলাদেশ টস জিতে সিদ্ধান্ত নেয় ফিল্ডিং করার। অর্থাৎ আগে পাকিস্তানকে ব্যাট করতে দেওয়া। অনেক বিশ্লেষক ও ক্রিকেটপ্রেমী এ সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন— টস জিতে আগে ব্যাট করলে কি ভালো হতো? প্রসিক্টর ও কোচ ফিলিপ সিমন্স বলেন, এই সিদ্ধান্ত ঠিক ছিল না, কারণ সেই মুহূর্তে ১৩৫ রান তাড়া করা সম্ভব হলেও ব্যাটিং নখদন্তে ব্যর্থতা দেখল দল। আর সেই ভুল সিদ্ধান্ত অপেক্ষাকৃত নিরাপদ লক্ষ্য হলেও ব্যর্থতা ধরিয়ে দিলো। বিশ্লেষণ অনুযায়ী, পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে...