বরিশাল জেলা ও মহানগর এলাকার বাসিন্দা ছয় লাখ ৯৮ হাজার ৭১৫ জনকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। মঙ্গলবার বিকেলে বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ৬৩ জন এবং মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জন টিকার আওতায় আসবেন। টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বরিশাল সিটি করপোরেশন এলাকার ৯০টি কেন্দ্রসহ জেলার ৪ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ এলাহী। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন প্রমুখ। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে...