বিনোদন জগতে তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তরা বরাবরই কৌতূহলী হন। সামাজিক মাধ্যমে তারকারাও নিজেদের জীবনের বড় একটা অংশ অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তারা কোথায় ভ্রমণে যান, কীভাবে অবসর সময় কাটান–সেসব নিয়ে অনেক ছবি-ভিডিও-রিলস শেয়ার করেন তারকারা। আর এসব কনটেন্ট দেখে নিন্দুকরা তারকাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে নীরব না থেকে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় দেরিতে হলেও একটি পেজে তিনি এখন সক্রিয় এবং সেখানে তার ভ্রমণের কিছু ভিডিও শেয়ার করছেন। তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি তো একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুইজনই ওয়ার্কিং মানে আমার ওয়ার্কিং প্যারেন্টস।’ আরও পড়ুনআরও পড়ুনসৃজিত কি এখনো আপনার স্বামী, প্রশ্নে যা বললেন মিথিলা অভিনেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে...