চট্টগ্রামে কক্সবাজার জেলার চকরিয়া থানার চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আব্দুর রশিদ’কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।তিনি জানান, নিহত ভিকটিম মোঃ ছোটন কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সিকদার পাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। বিগত কিছুদিন পূর্বে প্রতিবেশী মোঃ ফরিদ ভিকটিমের কাছ থেকে ব্যবহারের জন্য একটি টর্চ লাইট নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ছোটন প্রতিবেশী মোঃ ফরিদ এর নিকট তার টর্চ লাইটটি ফেরত চাহিলে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপযায়ে প্রতিবেশী মোঃ ফরিদ ভিকটিমকে হত্যার হুমকী প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ভিকটিম তার বাড়ী হতে কৃষি কাজের উদ্দেশ্যে বের হয়ে চকরিয়া...