চট্টগ্রাম:চসিকের আওতাধীন ৭টি জোনে ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড রোগের বিনামূল্যে টিকাদান কার্যক্রম। যার মাধ্যমে নয় মাস থেকে ১৫ বছর বয়সী নগরের প্রায় ৮ লাখ ২৭ হাজার ৯৫১ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচি সংক্রান্ত এক সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাগ্রহণ।তাই নগরের প্রতিটি শিশু যেন বিনামূল্যে এই টিকাগ্রহণ করে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। আমরা চাই, চট্টগ্রাম নগরী হোক টাইফয়েডমুক্ত নিরাপদ নগরী। মেয়র বলেন, সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এই মহৎ উদ্যোগ নিয়েছে। নগরের ৪১টি ওয়ার্ডে ১ হাজার ৫৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৭৮৩টি আউটরিচ সাইটে টিকাদান কর্মসূচি চলবে। এর...