নাটোরের লালপুরে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০০ জনকে আমন্ত্রণ জানানো হলেও দাওয়াত পাননি আহত জুলাইযোদ্ধা, গ্রেফতার হওয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা। এতে স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে।জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজে কর্তৃপক্ষের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা আসলাম এবং আড়বাব ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান। অথচ জুলাইয়ে আহত হওয়া উপজেলার ৬ গেজেটভুক্ত জুলাইযোদ্ধা এবং আন্দোলনে গ্রেফতার হওয়া ১৭ শিক্ষার্থীসহ প্রত্যক্ষভাবে যুক্ত সবাই এ সেমিনারে উপেক্ষিত হয়েছেন। তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি।...