নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সহস্রাধিক সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ ছাড়ায় ওয়ার্ডের বিভিন্ন মন্ডপে পূজার আয়োজনে আর্থিক ও সামগ্রিক সহযোগিতা করেছেন তিনি।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ওয়ার্ডের জামতলা, গলাচিপা কুড়িপাড়া মন্দিরে, মেট্রো সিনেমা হলের সামনে (কুমুদিনী বাগানবাসী), আমালাপাড়া ও মাসদাইর এলাকার স্থানীয় সনাতন সম্প্রদায়ের মাঝে সবার সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করে পূজার উপহার তুলে দেন তিনি। এসময় খোরশেদ বলেন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি চান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনান্য উদাহরণ গড়ে উঠুক। আমরা সবাই মিলে এ লক্ষ্যকে বাস্তবায়ন করতে চাই। এই কুড়িপাড়া এলাকায় লোকনাথ মন্দির করার সময় আমরা...