চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, বিগত সময়ে দেশে যে পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবারই দায়ী ছিল আওয়ামী লীগ। আমরা প্রশ্ন করি, আমরা কেন পূজামণ্ডপ পাহারা দেব? আমরা সবাই বাংলাদেশি, এ দেশে সবার অধিকার সমান। দেশের প্রতি দায়িত্ব সবার, সেখানে পূজামণ্ডপ পাহারা দেওয়ার মানসিকতা নয়, বরং আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমরা আনন্দ ভাগাভাগি করতে আসব, তবে সতর্ক থাকতে হবে যেন কোনো দুষ্কৃতিকারী এমন কোনো কাজ করতে না পারে যাতে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করা হয়। এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তানভীর হুদা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থেকে রাত ১০টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার কালির বাজারে পুজা মন্ডপ, সাদুল্ল্যাপুর নমকান্দি পুজা মন্ডপ, ছেঙ্গারচর...