নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে দলীয় সাইনবোর্ড টানিয়ে শিল্পপতির মার্কেট দখল, চাঁদা দাবি ও প্রাণনাশের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ৩ টায় এই ঘটনার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিল্পপতি সৈয়দপুর বিসিক শিল্প নগরীর একাধিক শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা, আমিনুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ও সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম বলেন, ‘উপজেলার বাঙালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে আমিনুল সুপার মার্কেট নামে আমার একটা প্রতিষ্ঠান আছে। বিগত ২০১১ সালে বৈধভাবে জমি কিনে নিয়ে মার্কেটটি প্রতিষ্ঠা করেছি। সেখানে কয়েকটি দোকানে আমার আরিফ ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার ব্যবসার বিক্রয় কেন্দ্র ও গোডাউন। বাকি দোকানগুলো ভাড়ায় দেওয়া আছে। এ ছাড়া মার্কেটের পেছনে কয়েক শতক ফাঁকা জায়গাও...