এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত কিন্তু রাজনৈতিক কোন্দলের কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। ক্রিকেটের ইতিহাসে এমন অপ্রীতিকর ঘটনা আগে ঘটেনি। রাজনৈতিকভাবে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেটের মাঠেও তাদের লড়াইয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। এবারের এশিয়া কাপে শুরু থেকেই ছিল তেমন পরিবেশ। ফাইনালে মুখোমুখি হয় এই দুই দল, আর সেখানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। বিপত্তি বাধে পুরস্কার গ্রহণের সময়। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি একই সঙ্গে পিসিবির সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত। অপরদিকে ভারতের এমন আচরণে ক্ষুব্ধ হন নাকভি। তিনি স্পষ্ট জানিয়ে দেন- এসিসি চেয়ারম্যান হিসেবে তার হাত থেকেই ট্রফি নিতে হবে, নইলে ট্রফি দেওয়া হবে না। এরপর শিরোপা জয়ের দুই দিন...