গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে মা ও শিশুর জন্য নানা জটিলতা সৃষ্টি করে।এটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে। অন্তঃসত্ত্বা নারীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় শিশুর জন্ম, অকাল প্রসব এবং পরবর্তী জীবনে শিশুর ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধির সঙ্গে মায়ের ঝুঁকিও বেড়ে যায়। গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে বড় আকারে শিশুর জন্ম যেটাকে আমরা Macrosomia বলি, তা হতে পারে। অতিরিক্ত গ্লুকোজের কারণে শিশুর ওজন বেশি হয় যা স্বাভাবিক প্রক্রিয়াকে জটিল করে তোলে। আরেকটি হলো অকালে প্রসব হতে পারে যেটাকে আমরা Pre term delivery বলি। শর্করার মাত্রা কমে যেতে পারে; জন্মের পরে যেটাকে আমরা Hypoglycemia বলি। তখন শিশুর শরীরে অতিরিক্ত ইনসুলিন তৈরির কারণে জন্মের পর রক্তে গ্লুকোজ কমে যায়। জন্মের পর শিশুর জন্ডিস এবং শ্বাসকষ্ট হতে পারে। রক্তে শর্করার মাত্রা বেশি...