৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম অনুশীলনের সময় কনুইয়ে আঘাত পেয়েছেন অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বুধবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না এই তারকার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মাউন্ট মঙ্গানুইয়ে নেট অনুশীলনে বোলিংয়ের সময় বিগ-হিটিং ব্যাটসম্যান মিশেল ওয়েনের একটি শট এসে ম্যাক্সওয়েলের কনুইয়ে আঘাত হানে। অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার ম্যাথু শর্ট এসময় নেটে খুব কাছে থেকে বিষয়টি দেখেছেন। শর্ট জানিয়েছেন, আঘাতটা গুরুতর মনে হয়েছে। ম্যাক্সওয়েলের জায়গায় টি-টোয়েন্টি দলে উইকেটরক্ষক-ব্যাটার জোস ফিলিপকে নেয়া হয়েছে। এর আগে রাইট কাফ ইনজুরির কারণে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে যান জোস ইংলিস। তার জায়গায় দলে ডাকা হয়েছে এ্যালেক্স ক্যারেকে। ৩৬ বছর বয়সী ম্যাক্সওয়েল ক্যারিয়ারে বেশ কয়েকবার দীর্ঘ ইনজুরির কবলে পড়েছেন। তিন বছর আগে তার পায়ের হাড়ে...