ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের স্ত্রীর গুলশান আরা মিয়ার বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে মামলার করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন-দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, গুলশান আরার সম্পদের উৎস ও যথার্থতা যাচাইয়ের জন্য গেল ১৫ এপ্রিল তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়। ২৩ জুলাই তিনি সময় বাড়ানোর আবেদন করলে দুদক তাকে আরও ১৫ কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ২১ আগস্ট পর্যন্ত জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে তিনি সম্পদ বিবরণী জমা দেননি। দুদকের মহাপরিচালক বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় তার (শুলশান আরা) বিরুদ্ধে মামলা অনুমোদন করা হয়েছে।” গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ২৫...