বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মেহেন্দিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ উলানিয়া ইউনিয়ন শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা দলের আয়োজনে কর্মিসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নারী কর্মী অংশ নেন। মঙ্গলবার সকাল ১০টায় রাজাপুর জমদ্দার বাড়ির বালুর মাঠে এ কর্মিসভার আয়োজন করা হয়। সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগমের সভাপতিত্বে এবং অভিবক্ত বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিল্টন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী চৌধুরী এবং প্রধান বক্তা বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন। এছাড়াও বক্তব্য রাখেন...