৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে কেলার রাস্তা বন্ধ হয়ে গেল বাবর আজম, মোহাম্মাদ রিজওয়ানদের। বিদেশের মাটিতে সব ধরনের টি-টোয়েন্টি লিগে এ পর্যন্ত খেলোয়াড়দের দেয়া নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সাইদ মঙ্গলবার খেলোয়াড়দের বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। বিবৃবিতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে লিগ এবং দেশের বাইরের অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের দেওয়া সমস্ত অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।’ এই নিষেধাজ্ঞার বিষয়ে পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন কারণ উল্লেখ করা হয়নি। গত রোববার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পরাজয়ের মাত্র একদিনের মধ্যে পাকিস্তানী খেলোয়াড়রা বোর্ডের এই সিদ্ধান্তের মুখে পড়লো। এই...