শারদীয় দুর্গাপূজা পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, “শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। তাই এর পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড যেন না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। মণ্ডপে জুতা পায়ে প্রবেশ করা থেকেও বিরত থাকতে হবে।” তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামে কিছু দুষ্কৃতকারী পূজা অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল, তবে তাদের সে অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। “ফ্যাসিস্ট...