পুনরায় বন্ধ হওয়ার ২১ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় রাজশাহীর শ্রমিকদের বাধায় এসব রুটে বাস চলাচল আবারও বন্ধ হয়ে যায়। ফলে, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বাস চলাচল বন্ধের সূত্রপাত হয়েছিল শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে। দুই দফা কর্মবিরতির পর গত সোমবার ঢাকায় বাস মালিক ও শ্রমিক নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের বেতন-ভাতা ও খোরাকি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেছেন, ঢাকায় সব দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের পর সোমবার বিকেল ৪টা থেকেই চাঁপাইনবাবগঞ্জ থেকে কয়েকটি বাস ছেড়ে গিয়েছিল। কিন্তু, সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। শরিফুল ইসলাম...