জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডের উদ্যোগে সাতক্ষীরায় ঠিকাদার, ডিলার ও নির্মাণশিল্পীদের নিয়ে ‘মতবিনিময় সভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক নির্মাণপেশাজীবী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে জেডএসআরএম রি-বারের গুণগত মান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ঠিকাদার ও ডিলাররা জেডএসআরএম রি-বারের নির্ভরযোগ্যতা ও টেকসই মানের ভূয়সী প্রশংসা করেন।সভায় সভাপতিত্ব করেন জেডএসআরএমের পরিচালক মো. সোহরাওয়ার্দী। এ ছাড়া উপস্থিত ছিলেন সিওও মো. হুমায়ুন কবির, জিএম (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মো. রিয়াদ হোসেন এবং জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ এ. ফয়েজ।জেডএসআরএম দেশের নির্মাণশিল্পে টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে ভবিষ্যতেও সর্বোচ্চ মানের রি-বার সরবরাহের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।ব্র্যাক ব্যাংকের নীলফামারী অঞ্চলে এজেন্ট মিট আয়োজন অনুষ্ঠানে জেডএসআরএম রি-বারের গুণগত মান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় ও আন্তর্জাতিক মান বজায়...