‘অবৈধভাবে’ সম্পদ অর্জন ও ‘অস্বাভাবিক লেনদেনের’ অভিযোগে ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে দুটি মামলা অনুমোদন করেছে দুদক। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের অভিযোগ, আলী আজম মুকুল ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তার নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে খোলা পাঁচটি ব্যাংকের ৩৭টি হিসাবে ২৭ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৪৪৮ টাকা জমা এবং ২৬ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ১৩৩ টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৫৩ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫৮১ টাকার ‘সন্দেহজনক লেনদেন’ করেছেন। অপরদিকে তার স্ত্রী জাহানারা ইয়াসমিন ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ ভোগদখলে রেখেছেন। এ...