বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় স্কুটি আরোহী মা ও শিশুসন্তান নিহত হয়েছেন। এ সময় শিশুটির বাবা স্কুটিচালক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন– বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের মণ্ডলপাড়ার ইসলামি ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আকতার মিম (২৭) এবং তার দুই বছর বয়সী শিশু নাফিজা আকতার। আহত হয়েছেন মিমের স্বামী একই এলাকার একটি মসজিদের ইমাম রমজান আলী তোতা। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আজমেরী ফ্লাওয়ার অ্যান্ড ওয়েল মিল থেকে পশুখাদ্য বোঝাই একটি পিকআপ মঙ্গলবার দুপুরে বগুড়ার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে পিআপটি...