তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, নকল মুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আন্দোলন, সংগ্রাম ও পাহারাও দিয়েছি। গুণগত পরিবর্তনের দিক থেকে রাজনীতিবিদ ও নির্বাচিত প্রতিনিধির কাছে দেশের মানুষ এবং এ প্রজন্ম নতুন কিছু প্রত্যাশা করে। শিক্ষার্থীদের সাহস ও মনোবল দিয়ে সমাজকে পরিবর্তন করতে প্রস্তুতি নিতে হবে।জামায়াতের ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণাঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্যের সহধর্মিণী প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুননেছা খন্দকার, ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ড. এইচএম ওয়ালি উল্যাহ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, আলফা স্টার ফাউন্ডেশন চেয়ারম্যান কামরুল হাসান।অনুষ্ঠান জেলার জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি...