রাজধানীর ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের জব্দ করা পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিং করার সময় অঝোরে কান্নাকাটি করেন মেঘনা আলম। আদালত সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপ ফেরত চেয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেন মেঘনা আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন আদালত মেঘনা আলমের মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কি-না, তা তদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে এসব ডিভাইসের মালিকানা যাচাই করে তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আজ এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের ধার্য তারিখ থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা তা দাখিল করতে...