জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে। জামায়াতে ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন। সেইসঙ্গে বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত মার্সেলো বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে ভবিষ্যতে...