বগুড়ার সারিয়াকান্দিতে বেঁচা কেনা খুবই কম হওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম হতাশায় ভুগছেন কালিতলা গ্রোয়েনে বাঁধের পাশে অবস্থিত ৩০ জন টঙ্গ দোকানি। ফলে ৩০টি পরিবারের শতাধিক মানুষ ঋনের বোঝা মাথায় নিয়ে এখন হতাশায় পড়েছেন। কোন কোন দোকানিকে দৈনিক ১শ থেকে-২শ, সপ্তাহে ১ থেকে-৩ হাজার এবং মাসে ৫ থেকে ১০ হাজার ঋনের কিস্তির টাকা পরিশোধ করতে হয়। জানা গেছে, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসনের সহযোগীতায় গত ২ সেপ্টম্বর কালিতলা গ্রোয়েনে বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পাকা, আধাপাকা এবং টিনসেড ঘর অপসারণ করে জায়গা দখল মুক্ত করে। গ্রোয়েনের পূর্ব পাশে অবস্থিত টঙ দোকান গুলো সরিয়ে গ্রোয়েন বাঁধের নিচে নামিয়ে দেয়া হয়। টঙ্গ দোকানদার তাদের টঙ্গ দোকান সরিয়ে নিচে নিয়ে দোকান চালিয়ে যাচ্ছেন। দোকান সরানোর পর থেকেই তাদের টঙ্গ দোকানে...