দু’দিন আগেই এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে পাকিস্তান। এই হারের রেশ না কাটতেই নতুন করে দুঃসংবাদ পেল তারা। এবার বিদেশি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে না পারার বিষয়টি ক্রিকেটার এবং এজেন্টদের জানানো হয়েছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে যাদেরকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে, সেগুলো স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পিসিবির নোটিশে বলা হয়েছে, ‘দেশের বাইরের লিগ ও অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের সমস্ত অনাপত্তিপত্র (এনওসি) স্থগিত করা হয়েছে। পিসিবির সভাপতির অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।’ হুট করে ক্রিকেটারদের এনওসি স্থগিত করার কোনো কারণ স্পষ্ট করে...