বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোর লালপুরে গণসংযোগ ও পথসভা করেছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কদিমচিলান ইউনিয়নের চানপুর বাজার, সেকচিলান ও গদরা সহ বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু ৩১ দফা বাস্তবায়ন সহ লালপুর-বাগাতিপাড়া উপজেলায় শিল্প কারখানা তৈরি করে বেকার সমস্যা সমাধানের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আ. হাই নান্ন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম টমি প্রমুখ। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা...