এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ছিল অনুশীলনের প্রথম দিন। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গোলরক্ষক মিতুল মারমা বলেছেন, যেকোনো মূল্যে এই ম্যাচ জিততে চান তারা। বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যেই হংকং ম্যাচের প্রস্তুতি সারতে হয়েছে বাংলাদেশকে। নেপালে দুই ম্যাচ খেলতে গেলেও মাঠে নামতে পেরেছে একটি ম্যাচে। আরও বেশি ম্যাচ খেললে প্রস্তুতিটা আরও ভালো হতে বলে মনে করেন মিতুল। তবে আফসোস করতে চান না তিনি। মিতুল বলেন, ‘আমরা যদি আরও বেশি ম্যাচ খেলতে পারতাম, আমাদের জন্য ইতিবাচক হতো। যেহেতু খেলতে পারিনি, সেটা নিয়ে কোনো অভিযোগ নেই। শুরু থেকে আমরা হংকং ম্যাচ ঘিরে প্রস্তুতি নিচ্ছিলাম। লিগ বা যেখানেই বলি আমরা নিজেদের দিকে ফোকাস...