বগুড়ার আদমদীঘিতে পিকআপচাপায় স্কুটি আরোহী মা ও শিশুকন্যার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশুটির বাবা স্কুটিচালক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের মন্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কুরআন বিষয়ক শিক্ষক নাজিরা আকতার মিম (২৭) ও তার দুই বছর বয়সি শিশুকন্যা নাফিজা আকতার। আহত হয়েছেন- নিহত শিক্ষক মিমের স্বামী একই এলাকার একটি মসজিদের ইমাম রমজান আলী তোতা। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পশুখাদ্যবোঝাই একটি পিকআপ মঙ্গলবার দুপুরে বগুড়ার দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পিকআপটি উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের পাইকপাড়া মোড়ে...