মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীসহ একাধিক শাখা নদীতে ঝোঁপ ফেলে মাছ শিকার করছে এক শ্রেণির প্রভাবশালীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ উপায়ে ঝোঁপ ফেলে নির্বিচারে মাছ শিকার করায় বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ। এ কারণে বিপাকে পড়েছেন সাধারণ জেলেরা। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। খোঁজ নিয়ে জানা গেছে, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া ও মুদারকান্দি গ্রাম-সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন অংশে, গুয়াগাছিয়া, হোসেন্দী, টেংগারচর ইউনিয়ন সংলগ্ন নদীতে ঝোপ পেতে চলছে মাছ শিকার। ঝোপ তৈরির শুরুতে নদীতে গাছের ডালপালা ফেলা হয়। পরে চারদিকে বাঁশের বেড়া ও কচুরিপানা দেওয়া হয়। এরপর ঝোপের ভেতরে মাছের খাবার দিয়ে নির্দিষ্ট সময়ের পর ঝোপের চারদিকে বানা ও সূক্ষ্ম জাল দিয়ে ঘের দিয়ে ঝোপের ভেতরে আশ্রয় নেয়া বিভিন্ন প্রজাতির মাছ ধরা জয়। নদী বেষ্টিত গজারিয়ায় একাধিক নদী, শাখা ও...