বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি জব্দ অভিযানের ঘটনায় এক চীনা নারীকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের আদালত। ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা ৬১ হাজার বিটকয়েন উদ্ধার করেছে, যার বর্তমান বাজারমূল্য পাঁচ বিলিয়ন পাউন্ডেরও বেশি (৬৭০ কোটি মার্কিন ডলার)। ৪৭ বছর বয়সি ঝিমিন কিয়ান (অন্য নামে ইয়াদি ঝাং) সোমবার সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে অবৈধভাবে বিপুল পরিমাণ বিটকয়েন অর্জন ও রাখার অভিযোগে দোষ স্বীকার করেন। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কিয়ান চীনে একটি বৃহৎ প্রতারণা চক্র পরিচালনা করেন, যেখানে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষকে ঠকানো হয়। প্রতারণার অর্থ তিনি বিটকয়েনে রূপান্তর করে লুকিয়ে রাখেন। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সাত বছরের আন্তর্জাতিক তদন্ত শেষে এই রায় এলো। তদন্ত শুরু হয়েছিল একটি টিপঅফ থেকে, যেখানে অপরাধী সম্পদের স্থানান্তরের তথ্য পাওয়া গিয়েছিল। তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ...