কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জামায়াত নেতা হাফেজ আমজাদ হোসেন (২৫)। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগ নেতা রাফি ও তার সহযোগীরা প্রকাশ্যে এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আমজাদ। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জামায়াত নেতা হাফেজ আমজাদ হোসেন (২৫)। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে...