নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, “আমরা যখন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন চাই তখন ১৪৩টা দল আমাদের কাছে আবেদন করেছিল। আমরা প্রাথমিক পর্যায়ে বাছাই করে ২২টি দলের বাড়তি অনুসন্ধান করি। এই বাড়তি অনুসন্ধান মাঠ পর্যায়ের তথ্য ও পর্যালোচনাকে কেন্দ্র করে। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে, দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে।”মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এ তথ্য জানান।ইসি সচিব বলেন, “একটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আরেকটি বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। তাদের ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা।”আখতার আহমেদ বলেন, “এখানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে। উনারা যে প্রতীকটা চেয়েছেন, সে প্রতীকটা প্রতীক সংক্রান্ত...