হংকং চায়না ম্যাচের প্রস্তুতি শুরুর আগে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সামনে এলেন মিতুল মারমা। খাগড়াছড়ির গুইমারায় মারমা স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া জাতীয় দলের গোলরক্ষক আবারও কথা বললেন এই ইস্যুতে। দেশের কোথাও এমন পরিস্থিতি কাম্য নয়, বললেন মিতুল। আগামী ৯ ও ১৪ অক্টোবর এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দুই লেগে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি মিতুলরা খেলবেন ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে। এই মাঠেই মঙ্গলবার প্রথম অনুশীলনে নামে দল। অনুশীলন শুরুর কথা ছিল সাড়ে চারটায়। তার একটু আগে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টি থামলে মিতুল-জামালরা মাঠে আসেন। মিনিট পনের গা গরম করার পর ফের শুরু হয় ভারী বৃষ্টি। এর মধ্যেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন হাভিয়ের কাবরেরা। কিন্তু কিছুক্ষণ পর প্রকট শব্দে বজ্রপাত শুরু হলে প্রস্তুতি থামিয়ে সবাইকে...