পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে জেন-জিদের নেতৃত্বে চলা বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে শুরু হওয়া তরুণ প্রজন্মের এই আন্দোলন গত কয়েক বছরে দেশটিতে দেখা দেওয়া সবচেয়ে বড় বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। রাষ্ট্রীয় সম্প্রচারক টেলিভিজিওনা মালাগাসি (টিভিএম)–এর ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, “সরকারের সদস্যরা যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন না করে থাকেন, আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি। তরুণদের আহ্বান আমি শুনেছি, তাদের কষ্ট বুঝতে পেরেছি।” তিনি আশ্বাস দিয়ে বলেন, বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর...