খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী মিছিলে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে দেশে নতুন করে ন্যায়বিচার ও আইনি সংস্কারের দাবি জোরদার হয়েছে। ধর্ষণের মামলায় এখনো ভুক্তভোগীকেই আলামত দিতে হয়, যা অন্যায় ও নির্যাতনের শামিল। অপরাধীর ওপরই প্রমাণের দায় চাপাতে হবে। আজ (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। খাগড়াছড়িতে মারমা কিশোরীকে গণধর্ষণ এবং প্রতিবাদকারী বিচার প্রার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, খাগড়াছড়ির ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ ও স্তম্ভিত। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারের দাবি জানানোর জবাবে গুলি চালানোর মতো ঘটনা এই দেশে আগে কখনো ঘটেনি। এটি শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, ন্যায়বিচারের দাবি জানানো ও প্রাপ্তির পথে এক ভয়াবহ...